ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বর হামলায় আরও ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান এই হামলায় নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ৮০৫ জনে পৌঁছেছে, এবং আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। রোববার (৫ জানুয়ারি) আনাদোলু বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর আক্রমণে ৮৮ জন নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে, এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় ধ্বংস হওয়া বাড়িগুলোর ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরাইল তার আক্রমণ থামাচ্ছে না, বরং গাজায় নৃশংস হামলা অব্যাহত রেখেছে।
৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই ইসরাইল গাজায় আকাশ ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়েছে। প্রায় ২০ লাখ মানুষ গাজা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের চরম সংকটে থাকা গাজাবাসীরা বর্তমানে চরম মানবিক সংকটে ভুগছেন। অবরুদ্ধ এই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ইতোমধ্যেই ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: