শেখ হাসিনার সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে।
শেখ হাসিনার সরকারের পতনের পর তার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে
এবার ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ছোট বোন আজমিনা সিদ্দিক রূপন্তির লন্ডনের ফিঞ্চলে রোডে অবস্থিত একটি বিতর্কিত ফ্ল্যাট উপহার পাওয়ার ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ২০০৯ সালে উত্তর লন্ডনের হ্যাম্পস্টেড এলাকার ফিঞ্চলে রোডে অবস্থিত ফ্ল্যাটটি আজমিনাকে উপহার দিয়েছিলেন বাংলাদেশি আইনজীবী মঈন গনি। ওই সময় তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করছিলেন। ভূমি রেজিস্ট্রি নথিতে কোনো আর্থিক লেনদেনের উল্লেখ নেই।
ফ্ল্যাটটি উপহারের সময় আজমিনা মাত্র ১৮ বছর বয়সি ছিলেন এবং অক্সফোর্ডে পড়াশোনা করছিলেন। প্রথমে এটি তার নামে থাকলেও, পরে সেখানে তার বড় বোন টিউলিপ সিদ্দিক বসবাস শুরু করেন।
২০১২ সালের পর থেকে টিউলিপ বিভিন্ন সময় এ ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন। তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও ২০১৬ সালের দিকে একই ঠিকানা ব্যবহার করেন। পরে ২০২১ সালে আজমিনা ফ্ল্যাটটি ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি করেন।
ব্রিটিশ ফিন্যান্সিয়াল টাইমস এবং সানডে টাইমস আরও প্রকাশ করেছে যে, শেখ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি ও ব্যবসায়ীরা এ ধরনের সম্পদ উপহারে জড়িত ছিলেন।
এ বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টিউলিপ শুধুমাত্র নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন।
শেখ হাসিনার পরিবারের সদস্যদের সম্পদ নিয়ে বিতর্ক নতুন নয়। বিশেষ করে হাসিনার সরকার পতনের পর থেকে তাদের সম্পদের উৎস নিয়ে নানা প্রশ্ন উঠছে। বিরোধীরা এ ঘটনাকে দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরছেন।
বর্তমান পরিস্থিতিতে এ ধরনের তথ্য জনমনে নতুন করে প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: