ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শনিবার বিকালে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতির আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে হত্যাকাণ্ড, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে।
২০২৩ সালের ২৩ ডিসেম্বর বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে। নোট পাওয়ার কথা জানালেও এখনো পর্যন্ত এর কোনো জবাব দেননি ভারত।
ইন্ডিয়ান ফরেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, "শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই।
তিনি বলেন, ভারতের নতুন কোনো পদক্ষেপের প্রয়োজন এখন নেই এবং বিষয়টি নিয়ে আরও আলোচনা করার কোনো পরিকল্পনা নেই।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, "আমরা আশা করছি, শীঘ্রই ভারত থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাবো।
তবে এখনো পর্যন্ত কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।" তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশা রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই বিষয়ে আন্তর্জাতিক চাপ এবং দ্বিপাক্ষিক আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ।
তৌহিদ হোসেন জানিয়েছেন, "আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইছি যাতে বিষয়টি দ্রুত সমাধান পায়।"
উল্লেখ্য, শীঘ্রই সরকারের পক্ষ থেকে কোনো আপডেট আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: