[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানালো ভারত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ১০:২৯ পিএম

ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে কূটনৈতিক নোট পাঠিয়েছে।

এ নোট পাওয়ার বিষয়টি ফের নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, "আমরা আগেও নিশ্চিত করেছি, কূটনৈতিক নোটটি পেয়েছি। তবে এই মুহূর্তে এ নিয়ে নতুন কিছু জানানোর নেই।"

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।

এদিকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক হত্যা ও গণহত্যার মামলা হয়েছে। বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার ভারতকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক নোট পাঠায়।

ব্রিফিংয়ে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।" তিনি আরও জানান, ভারত-বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

এ সময় দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও আলোচনা হয়। জানানো হয়, আগামী ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় ও ৯০ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর প্রসঙ্গ
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিকদের ধরপাকড় এবং দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে।

এ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, "অবৈধ অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা এবং তাদের ফেরত পাঠানো নিরাপত্তা বাহিনীর নিয়মিত কাজ।"

পরিস্থিতি নিয়ে ভারতের পর্যবেক্ষণ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নত করার বিষয়ে জয়সওয়াল বলেন, "বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর