[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

করোনার পর চীনে নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫ ৮:৩৭ এএম

ফাইল ছবি

বিশ্ব এখনও কোভিড-১৯ এর ভয়াবহতার থেকে বের হতে পারেনি।

এরই মধ্যে কোভিডের উৎপত্তিস্থল চীনে নতুন একটি সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে, যার নাম হিউম্যান মেটা নিউমো ভাইরাস (এইচএমপিভি)। বিভিন্ন প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টে বলা হচ্ছে, চীনের হাসপাতাল এবং শ্মশানগুলোর ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে।

অবশ্য, সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে শুধু মেটা নিউমো ভাইরাসই নয়, একই সময়ে আরও কিছু ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর সংক্রমণও দেখা দিয়েছে। কিছু সংবাদসূত্রে চীনে জরুরি অবস্থা জারির গুঞ্জন শোনা গেলেও, এ বিষয়ে দেশটি আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

হিউম্যান মেটা নিউমো ভাইরাস সাধারণত ফ্লু এবং কোভিড-১৯-এর মতো উপসর্গ সৃষ্টি করে। চীনের শিশু হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং ‘সাদা ফুসফুস’ সংক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে স্বাস্থ্য কর্মকর্তারা নজরদারি জোরদার করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া সম্পর্কিত অজানা রোগের কারণ চিহ্নিত করতে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। শীতকালীন সময়ের শ্বাসতন্ত্রের রোগের বৃদ্ধি প্রত্যাশিত ছিল। এই নতুন ব্যবস্থা অজানা রোগের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে সহায়তা করবে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন জানায়, এই নতুন পদ্ধতি পরীক্ষাগারে রিপোর্ট প্রদান এবং রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে তা যাচাই ও মোকাবিলা করার সুযোগ দেবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ডিসেম্বরের ১৬ থেকে ২২ তারিখের মধ্যে শ্বাসতন্ত্রের রোগী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উত্তর চীনের প্রদেশগুলিতে ১৪ বছরের নিচে শিশুদের মধ্যে মেটা নিউমো ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসের জন্য এখনও কোনো টিকা নেই, এবং চিকিৎসায় অযথা অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর