[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

মার্কিন গোয়েন্দার অভিযোগ: যুক্তরাষ্ট্রের নথি চুরি করেছে চীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৮:০৩ পিএম

ফাইল  ছবি

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে চীন, দাবি করেছে মার্কিন গোয়েন্দারা।

তাদের মতে, এই হামলার মাধ্যমে চীনা হ্যাকাররা গুরুত্বপূর্ণ কিছু নথি চুরি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এই খবর প্রকাশিত হয়েছে।

মার্কিন গোয়েন্দারা দাবি করেছেন, ডিসেম্বরের শুরুর দিকে চীনের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পরীক্ষা করার পাশাপাশি কিছু নথি চুরিও করেছে। তাদের অভিযোগ, চীনের সরকার ওই হ্যাকারদের নিযুক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দফতরে সাইবার নিরাপত্তা যথেষ্ট শক্তিশালী নয়। তবে, হ্যাকাররা কী কী নথি চুরি করেছে এবং তারা কতটি কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে, সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া, এই ঘটনায় মার্কিন কোনো নাগরিক জড়িত কিনা তাও স্পষ্ট হয়নি।

মার্কিন গোয়েন্দারা জানায়, একটি বিশেষ সফটওয়্যারের সাহায্যে সাইবার হামলা চালানো হয়েছে, যা চীনের সরকার দ্বারা তৈরি করা হয়েছে। হ্যাকাররা এখনো সিস্টেমে প্রবেশ করতে সক্ষম কিনা, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ঘটনার তদন্তের জন্য এফবিআইকে নিয়োগ দিয়েছে এবং এটি গুরুতর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

গত কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে একাধিক হ্যাকিং অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। দাবি করা হয়েছে, চীন বিভিন্ন সরকারি দফতরে হ্যাকারদের নিয়োগ দিয়ে এই ধরনের হামলা চালিয়ে থাকে। তবে, ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, "এ ধরনের অভিযোগ কোনো ভিত্তি ছাড়াই তোলা হয়েছে" এবং সাইবার আক্রমণ বা হ্যাকিংয়ের মতো কাজকে চীন সমর্থন করে না। চীন আরও জানায়, এসব ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর