[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিশ্বজুড়ে সংঘাত, পরিবর্তন আর নাটকীয়তার বছর: ২০২৪

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪ ৬:৪২ পিএম

ফাইল ছবি

২০২৪ সাল ইতিহাসে জায়গা করে নিচ্ছে সংঘাত, ক্ষমতার পালাবদল, নির্বাচনী উত্তাপ এবং চরম আবহাওয়া দিয়ে।

বিশ্বের নানা প্রান্তে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পাশাপাশি বেশ কিছু বড় ঘটনা এ বছরকে স্মরণীয় করে রেখেছে।

এ বছর সংঘাতে উত্তাল ছিল মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চল। বছরের শেষে দু'টি বড় বিমান দুর্ঘটনা বিশ্ববাসীকে শোকাহত করে।

২৫ ডিসেম্বর: কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইনসের একটি বিমান ৬৭ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন।

২৯ ডিসেম্বর: দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি বিমান মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে ১৮১ যাত্রীর মধ্যে ১৭৯ জন নিহত হন।


আলোচিত মৃত্যু ও হত্যাকাণ্ড

অ্যালেক্সি নাভালনি: ফেব্রুয়ারিতে কারাগারে রুশ বিরোধী নেতা নাভালনির মৃত্যু। পশ্চিমারা এই মৃত্যুতে রাশিয়াকে দায়ী করে।

ইব্রাহিম রাইসি: ইরানের প্রেসিডেন্ট রাইসি মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

হামাস নেতৃবৃন্দ: ইসমাইল হানিয়া (জুলাই) এবং ইয়াহিয়া সিনওয়ার (অক্টোবর) ড্রোন ও রকেট হামলায় নিহত হন।

হাসান নাসরাল্লাহ: হেজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ সেপ্টেম্বর মাসে হত্যার শিকার হন।


নির্বাচনী উত্তাপ

বিশ্বজুড়ে ৬০টির বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভারত: বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। মোদি আবারও প্রধানমন্ত্রী হন, তবে কংগ্রেস জোটের পুনরুত্থান ঘটে।

পাকিস্তান: ইমরান খানের অনুপস্থিতিতে শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হন।

যুক্তরাষ্ট্র: ট্রাম্প গুলির হামলা থেকে বেঁচে নির্বাচনে জয়ী হন। বাইডেন প্রার্থীতা ছেড়ে কমালা হ্যারিসকে সমর্থন দেন।

যুক্তরাজ্য: সময়ের আগেই নির্বাচন দিয়ে ক্ষমতা হারান ঋষি সুনাক। লেবার পার্টির স্যার কিয়ের স্টারমার প্রধানমন্ত্রী হন।


ক্ষমতার পতন

বাংলাদেশ: শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে। আগস্টে সহিংস আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

সিরিয়া: দীর্ঘ দুই দশকের শাসন শেষে বাশার আল আসাদের ক্ষমতার পতন ঘটে।


২০২৪ সাল ইতিহাসে রয়ে গেল ক্ষমতার পালাবদল, সংঘাত এবং রাজনৈতিক অস্থিরতার এক গুরুত্বপূর্ণ বছর হিসেবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর