প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৪ ৬:০০ পিএম
ইসরাইলের রাজধানী তেলআবিব এবং গাজার জাবালিয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় ইসরাইলি এক নারী ও পাঁচ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তেলআবিবে একটি ঠাণ্ডা অস্ত্র দিয়ে পরিচালিত 'জায়নিস্টবিরোধী অভিযান' চলাকালে এক ইসরাইলি নারী নিহত হন। সংবাদমাধ্যমটি নিহত নারীর পরিচয় এবং হামলার বিস্তারিত কিছু জানায়নি, তবে হামলাকারীকে গুলি করে হত্যা করার কথা জানিয়েছে।
অপরদিকে, গাজার পূর্বাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে একটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়, যার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড। এ হামলায় একটি ইসরাইলি সামরিক ইউনিটকে লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটানো হয়, ফলে পাঁচজন ইসরাইলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনার পর তেলআবিব ও গাজায় উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: