[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

"মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতে সাত দিনের শোক"

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:৩০ এএম

ফাইল ছবি

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। তার মৃত্যুতে ভারত সরকার সাত দিনের শোক ঘোষণা করেছে। এছাড়া, তার শেষকৃত্য আগামী শনিবার (২৮ ডিসেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনমোহন সিংয়ের মৃত্যুর ঘটনায় জাতির প্রতি তার অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ৭ দিনের শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তার স্মরণে আলোচনা করা হবে।

কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল জানিয়েছেন, মনমোহন সিংয়ের শেষকৃত্য শনিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রীকে একজন বিনয়ী ব্যক্তিত্ব এবং বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে শ্রদ্ধা জানান। মোদি বলেন, "তার (মনমোহন সিং) প্রজ্ঞা ও নম্রতা সর্বদা পরিষ্কার ছিল এবং তিনি দেশকে গভীরভাবে প্রভাবিত করেছেন।"

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের নানা দেশের নেতারা এবং ভারতীয় জনগণও মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ‘গুরু এবং পথনির্দেশকের’ মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, "লাখ লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অত্যন্ত গর্বের সঙ্গে মনে রাখবেন।" প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গসহ আরও অনেক কংগ্রেস নেতা এই শোকের মধ্যে আছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মনমোহন সিংয়ের অবদান স্মরণ করে বলেন, "তিনি তার সেবাদানের মাধ্যমে জাতির কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তার চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি।"

এই শোকের দিনে কংগ্রেস তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসহ সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করেছে।

মনমোহন সিং ১৯৭১ সালে বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে ভারতের সরকারের সঙ্গে যুক্ত হন। দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ১৯৩২ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করা মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেশের অর্থনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর