ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গত রোববার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও ৫৮ জন।
আহত হয়েছেন অন্তত ৮৪ জন। সোমবার সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এ পর্যন্ত এই অভিযানে নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন ফিলিস্তিনি। আহতের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৭১৩ ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
গত ১৪ মাস ধরে চলমান এই সংঘাত ফিলিস্তিনে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল এই সহিংসতা বন্ধ এবং দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: