[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ৯:১১ এএম

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।

এতে তারা ধর্ম, জাতি ও পরিচয়ের পার্থক্য ছাড়াই সকল মানুষের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জ্যাক সুলিভান একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান।

তারা বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং একটি স্থিতিশীল, গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

উভয় নেতা মানবাধিকার সুরক্ষার গুরুত্বের ওপর জোর দেন। এসময় সুলিভান বাংলাদেশে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এ ফোনালাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট মহল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর