[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৫ পৌষ ১৪৩১

রাশিয়ার দাবি: ৩০টি প্যাট্রিয়ট সিস্টেম ও ৪২টি ড্রোন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪ ৭:৩৭ পিএম

ফাইল  ছবি

রাশিয়ার বাহিনী তাদের বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনে কমপক্ষে ৩০টি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ৪২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে।

রুশ সংবাদ সংস্থা আরআইএ নোভোস্তি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৭ আগস্ট, রাশিয়ার বাহিনী ৪টি প্যাট্রিয়ট সিস্টেম এবং দুটি রাডার স্টেশন ধ্বংস করেছে বলে দাবি করেছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি অঞ্চলে মোট ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয়ের টেলিগ্রাম পোস্টে জানানো হয়, এসব ড্রোন হামলা ওরিয়োল, রোস্টভ, ব্রায়ানস্ক, কুরস্ক এবং ক্রাসনোদার ক্রাই অঞ্চলে ছিল।

ওরিয়োল অঞ্চলের স্টালনয় কোণ গ্রামে এক ড্রোন হামলায় একটি জ্বালানি অবকাঠামোতে আগুন লেগে যায়। তবে গভর্নর আন্দ্রেই ক্লিচকভ জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

রোস্টভ এবং ব্রায়ানস্ক অঞ্চলের প্রধানরা জানিয়ে দিয়েছেন, সাম্প্রতিক ড্রোন হামলায় কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষতি ঘটেনি।

এছাড়া, রয়টার্স যুদ্ধক্ষেত্রের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সূত্র: ইরনা ও রয়টার্স

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর