[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে পাকিস্তানি জাহাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪ ১১:৩৩ পিএম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের সাথে পাকিস্তানের করাচি বন্দরের সরাসরি কনটেইনার জাহাজ চলাচলের দ্বিতীয় দফায় দ্বিগুণ পণ্য নিয়ে আসছে ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’।

আগামী ২০ ডিসেম্বর ৮২৫ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার একক) কনটেইনার নিয়ে এটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে।

প্রথমবার এই জাহাজটি ৩৭০ টিইইউএস কনটেইনার নিয়ে এসেছিল।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাকিস্তানের করাচি থেকে সরাসরি কনটেইনার পরিবহন চালু হয়েছে চলতি বছরের ১৪ নভেম্বর।

প্রথম চালানে ২৯৭ টিইইউএস পণ্য এসেছিল পাকিস্তান থেকে এবং ৭৩ টিইইউএস এসেছিল সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার জাহাজটিতে রয়েছে ৮২৫ টিইইউএস কনটেইনার। 

জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করে ১২০০ টিইইউএস কনটেইনার নিয়ে ফিরে যাবে বলে জানিয়েছে শিপিং কোম্পানি ফিডার লাইনস ডিএমসিসি। তবে জাহাজটি জেটিতে পৌঁছানোর পর বিস্তারিত পণ্যের তালিকা নিশ্চিত করা যাবে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী মেরিন ভ্যাসেল ট্রাফিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত থেকে করাচি হয়ে শ্রীলঙ্কার কাছ দিয়ে বর্তমানে চট্টগ্রামের পথে রয়েছে এই জাহাজ। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে এটি সর্বশেষ কনটেইনার বোঝাই করেছে।

জাহাজটি ২০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছে ২১ বা ২২ ডিসেম্বর পণ্য খালাস করবে এবং ২৩ বা ২৪ ডিসেম্বর চট্টগ্রাম ত্যাগ করবে। খালাসের পর জাহাজটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই হয়ে পুনরায় করাচি বন্দরে ফিরে যাবে।

দুবাইভিত্তিক সংস্থা ফিডার লাইনস ডিএমসিসি এবং তাদের বাংলাদেশি প্রতিনিধি রিজেন্সি লাইনস লিমিটেড জানিয়েছে, বর্তমানে ৩৮ থেকে ৪২ দিনের মধ্যে একবার এই রুটে জাহাজ চলাচল করছে।

কনটেইনার পরিবহনের চাহিদা বাড়লে এই পথে আরও জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে।

রিজেন্সি লাইনসের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, "প্রথমবারের তুলনায় এবার ৫৫ শতাংশ বেশি পণ্য আসছে। এ সেবা অব্যাহত থাকলে এই রুটে বাণিজ্যিক সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর