[email protected] বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪ ১:৩৪ পিএম

ফাইল  ছবি

ভারতের আগ্রাসন, বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিক্ষোভে অংশ নেন বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসীরা।

স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলার তীব্র প্রতিবাদ জানানো হয়। বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারেরও নিন্দা জানান, বিশেষ করে আটক বাংলাদেশি তরুণী নিয়ে তাদের গঠনমূলক ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় জনগণ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মাধ্যমে হীন মনোভাবের পরিচয় দিয়েছে। তারা জানান, ভারতীয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষ প্রস্তুত রয়েছে। এছাড়া, বক্তারা দাবি করেন যে, আওয়ামী ফ্যাসিস্ট দলের সদস্যরা ভারতের সঙ্গে মিলে ইসকনের নামে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং তাদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফরিদ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গবেষক ও শিক্ষক ড. হাসমত সিকদার, মোহাম্মদ তফাদার, আবু সাইদ মাহফুজ, মনজুরুল আলম, মোহাম্মদ তোফায়েল এবং বোরহান উদ্দিন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ পরিচালনা করেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষক ড. নজরুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মনজুরুল আলম, মোহাম্মদ জাকির হোসেন, মো. তোফায়েল আহমেদ এবং এসএম জাহিদুর রহমান।

উল্লেখ্য, ২ ডিসেম্বর ভারতের আগরতলায় বিক্ষুব্ধ জনতা বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে তারা ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর