[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

এবার ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে ভারতীয় রুপির মান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯ এএম

ভারতীয় রুপি

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে পৌঁছেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রুপির বিনিময় হার প্রথমবারের মতো ৮৪.৮৫-এ নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির মান ক্রমাগত কমছে। সর্বশেষ, মঙ্গলবার রুপির মান ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়, যেখানে প্রতি ডলারের বিনিময়ে ৮৪.৮৫ রুপি লেনদেন হয়েছে। একই সঙ্গে ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে ৬.৬৯৫৪ শতাংশে নেমে এসেছে।

 

এর আগে, ৪ ডিসেম্বর ডলারের বিপরীতে রুপির মান ৮৪.৭৫-এ নেমে রেকর্ড করেছিল। এবার সেই রেকর্ড ভেঙে আরও নিম্নমুখী হয়েছে।

 

রয়টার্স জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগ ঘোষণার পর সুদের হার কমার প্রত্যাশা বেড়ে গেছে, যা রুপির মানের পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। মালহোত্রা বুধবার (১১ ডিসেম্বর) থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

 

সূত্র: রয়টার্স

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর