ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতিতে দোষী, এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক এক তদন্ত কর্মকর্তা।
এলি আসায়াগ, যিনি ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি দাবি করেছেন যে, তিনি নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীকে দোষী মনে করেন। আসায়াগ, যিনি পুলিশে ৩৬ বছর চাকরি করেছিলেন এবং ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেন, বলেছেন যে, তদন্ত চলাকালীন তিনি যেসব তথ্য পেয়েছেন, তাতে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এলি আসায়াগ হারেৎজ পত্রিকাকে বলেন, “আমি ৩৬ বছর পুলিশে কাজ করার পর ৫৮ বছর বয়সে অবসর নিয়েছি, এবং আমি বুঝতে পেরেছিলাম যে, আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না। কারণ আমি অত্যন্ত সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছিলাম।”
তবে, নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকার করে আসায়াগ বলেন, তিনি এখনও এই মামলায় সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদ চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী কখনও কখনও 'রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন'।
এই তদন্তটিকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদারী তদন্তগুলোর মধ্যে একটি হিসেবে বর্ণনা করেছেন। আসায়াগ বলেন, "আমরা নয় মাসেরও কম সময়ে তদন্ত শেষ করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠিয়ে দেই। এটি সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে সবচেয়ে দ্রুত তদন্ত ছিল।"
এদিকে, ২০১৯ সালের নভেম্বরে, তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগে তিনটি মামলা দায়ের করেন। নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেলআবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এসব দুর্নীতির অভিযোগে আত্মপক্ষ সমর্থন করতে সাক্ষ্য দেবেন। তবে, তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসআর
মন্তব্য করুন: