[email protected] বৃহঃস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
১৯ পৌষ ১৪৩১

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৪ ১২:০৬ পিএম

ফাইল ছবি

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূতাত্ত্বিক জরিপ (USGS) ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে শনাক্ত করেছে।

দুটি সংস্থাই জানিয়েছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে হয়েছিল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) টাইমস অব ইসরাইলের একটি প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ মূল্যায়ন এখনো বাকি রয়েছে।

চলতি বছরের জুনে, ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে একই ধরনের ভূমিকম্পের ঘটনায় চারজন নিহত ও অন্তত ১২০ জন আহত হয়েছিলেন। এর আগে, গত বছরের শুরুতে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যাতে তিনজন নিহত এবং ৮০০ জনেরও বেশি মানুষ আহত হন। ওই ভূমিকম্পটি তুরস্কের সীমান্ত সংলগ্ন এলাকায় আঘাত হানে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর