রাশিয়া সম্প্রতি ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে চলেছে, যার ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ইউক্রেনের বেশ কিছু শহরে।
গত দুই দিনে রাশিয়া ১০০টি ড্রোন ও ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার কারণে ১ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় নাগরিক বিদ্যুৎহীন অবস্থায়, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় দিন কাটাচ্ছেন।
বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাবেক সোভিয়েত দেশগুলির একটি নিরাপত্তা জোটের বৈঠকে রাশিয়ার বর্তমান সামরিক অবস্থান ও অগ্রগতির কথা তুলে ধরেন। ভাষণে তিনি জানান, গত সপ্তাহে ইউক্রেনের ডিনিপ্রো শহরে রাশিয়া অরেশনিক মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
পুতিন আরও জানান যে, তার দেশ পরমাণু-সক্ষম অস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করেছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলার জন্য লক্ষ্য নির্বাচন করছে। রাশিয়ার এসব হামলা ইউক্রেনের জন্য বড় ধরনের বিপদ সৃষ্টি করেছে।
এদিকে, ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বৃহস্পতিবার জানিয়েছেন যে, রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে জাতীয় পাওয়ার গ্রিডের অপারেটরকে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ কমাতে বাধ্য হতে হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে গুচ্ছ অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছেন। তিনি বলেন, ‘‘বেশ কয়েকটি অঞ্চলে, ক্লাস্টার যুদ্ধাস্ত্রসহ হামলা রেকর্ড করা হয়েছে, যা বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। এটি রাশিয়ান সন্ত্রাসী কৌশলের একটি ঘৃণ্য দিক।’’ তিনি আরও বলেন, ইউক্রেনের পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, যাতে রুশ হামলার হাত থেকে দেশটি রক্ষা পেতে পারে।
এসআর
মন্তব্য করুন: