লেবাননের বালবেক-হারমেল প্রদেশের বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, দার আল-আমাল হাসপাতালের কাছে ইসরাইলি বিমান হামলায় হাসপাতালের পরিচালক ড. আলি আল্লামসহ ছয় চিকিৎসাকর্মী নিহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের এ হামলা এমন সময়ে চালানো হলো, যখন হাসপাতালটি অব্যাহত হামলার মধ্যেও গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা প্রদান করে আসছিল।
লেবাননে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রচেষ্টার মধ্যেও এই হামলা চালানো হয়। শনিবার (২৩ নভেম্বর) আহরাম নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কাপুরুষোচিত এই হামলায় হাসপাতালের পরিচালক ড. আলি আল্লাম এবং তার ছয় সহকর্মী নিহত হয়েছেন। মন্ত্রণালয় আরও উল্লেখ করে যে, এটি চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে ইসরাইলের চলমান আগ্রাসনের অংশ।
লেবাননের গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইসরাইল কোন ধরনের সতর্কতা ছাড়াই এই বিমান হামলা চালিয়েছে। মন্ত্রণালয় আল্লামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং প্রাদেশিক গভর্নর বাছির খোদর এক পোস্টে উল্লেখ করেন, “ড. আল্লাম ছিলেন বালবেকের অন্যতম শ্রেষ্ঠ নাগরিক।”
এছাড়া, শুক্রবার (২২ নভেম্বর) ইসরাইলের আরেকটি বিমান হামলায় দক্ষিণ লেবাননে পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান ইসরাইলি হামলার ফলে প্রায় ১৪ মাসে লেবাননে ৩ হাজার ৬৪৫ জন নিহত এবং সাড়ে ১৫ হাজার মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে ২০০ জনেরও বেশি চিকিৎসাকর্মী রয়েছেন।
এসআর
মন্তব্য করুন: