[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

৪২ টাকার কলা বিক্রি হলো ৭২ কোটি টাকায়!

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪ ৩:৫০ পিএম

ফাইল ছবি

একটি পাকা কলা, যা দেয়ালে ডাক্ট টেপ দিয়ে আটকানো—এটিই একটি আলোচিত শিল্পকর্ম।

সম্প্রতি নিলামে ৬.২ মিলিয়ন ডলার (বাংলাদেশি প্রায় ৭২ কোটি টাকা) দামে বিক্রি হয় এটি। তবে এই শিল্পকর্মে ব্যবহৃত কলাটি কিনতে খরচ হয়েছিল মাত্র ৪২ টাকা।

ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান ২০১৯ সালে এই ব্যতিক্রমী শিল্পকর্মটি "কমেডিয়ান" নামে প্রদর্শন করেন।

মায়ামির একটি প্রদর্শনীতে প্রথমবার এটি আলোচনায় আসে। এর পরেও এটি নিয়ে বিশ্বব্যাপী নানা বিতর্ক চলেছে। কলাটিকে অনেকেই সাধারণ চোখে দেখলেও শিল্পপ্রেমীদের কাছে এটি এক অমূল্য সৃষ্টি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সদবি নিলামকারী প্রতিষ্ঠান এই শিল্পকর্মটি নিলামে তোলে।

এটি চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা জাস্টিন সান ৬.২ মিলিয়ন ডলারে কিনে নেন। কলাটি কিনে তিনি বলেন, "এটি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি শিল্প, মিম এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে এক অনন্য সেতুবন্ধন।"

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এই কলাটি এক বাংলাদেশি বংশোদ্ভূত ফল বিক্রেতার কাছ থেকে মাত্র ৩৫ সেন্টে (প্রায় ৪২ টাকা) কেনা হয়েছিল।

শিল্পকর্মটি সম্পর্কে সদবি একে "পৃথিবীর সবচেয়ে আলোচিত কলা" বলে আখ্যা দিয়েছে।

ক্রেতার মতে, এই শিল্পকর্ম ইতিহাসে জায়গা করে নেবে এবং ভবিষ্যতে আরও ভাবনার উদ্রেক করবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর