[email protected] শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
২১ পৌষ ১৪৩১

ঢাকায় চার দিনের সফরে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪ ৩:৩৪ পিএম

ফাইল ছবি

চার দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রজরিগেজ এবং শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি এই দলের নেতৃত্ব দিচ্ছেন।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধিদলটি শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করে। বৈঠকে শ্রমিকদের কাজের পরিবেশ, নিরাপত্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি, সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে।

জানা গেছে, সফরকালে প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকার, পোশাক শিল্প খাতের প্রতিনিধি, শ্রম ইউনিয়ন ও বিভিন্ন অংশীদারের সঙ্গে বৈঠক করবে।

এছাড়া তৈরি পোশাক খাতে বিনিয়োগকারী মার্কিন কোম্পানিগুলোর প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অংশ নেবে।

এসব বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, শ্রমিক কল্যাণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতের উপায় নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র দপ্তরের মতে, এই সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমমান বজায় রাখা এবং টেকসই উন্নয়নের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর