২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেনে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, বৃহস্পতিবার সকালের দিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আইসিবিএম নিক্ষেপ করা হয়, যা ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে আঘাত হানে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দিনিপ্রোর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে কিয়েভ এই হামলায় ব্যবহৃত আইসিবিএমের ধরন এবং হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা ও উত্তেজনা বৃদ্ধির মধ্যে, এ সপ্তাহে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালায় ইউক্রেন। এই ধরনের হামলার ফলে যুদ্ধের উত্তেজনা আরও বাড়তে পারে, যেহেতু মস্কো আগেই সতর্ক করেছিল যে, এমন হামলায় যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আইসিবিএম সাধারণত হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে পারমাণবিক অস্ত্রও বহন করা সম্ভব।
এসআর
মন্তব্য করুন: