[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

আওয়ামী লীগ সন্দেহে মারধর: অ্যামনেস্টির জবাবদিহির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪ ৬:৪০ পিএম

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের লোগো

রাজধানীর জিরো পয়েন্টে গত ১০ নভেম্বর কয়েকজনকে আওয়ামী লীগের সমর্থক ভেবে মারধরের ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে কর্তৃপক্ষকে উদ্যোগী হতে বলেছে সংস্থাটি।

মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আক্রমণ করা মতপ্রকাশের স্বাধীনতা ও সংগঠন করার অধিকারের লঙ্ঘন।

সরকারকে এই অধিকারগুলো রক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর