[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪ ২:৩৯ এএম

ফাইল ছবি

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ-২৯) এ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ-২৯) এ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বাকু পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি আজারবাইজানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় সফরে আজারবাইজানে অবস্থান করবেন ড. ইউনূস।

এই সফরে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের দাবিগুলো তুলে ধরবেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেই বিষয়গুলো বিশ্ববাসীর কাছে উপস্থাপন করবেন।

জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে ড. ইউনূস বক্তব্য রাখবেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে, তা তুলে ধরাই হবে এই সফরের অন্যতম উদ্দেশ্য।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ড. ইউনূসের দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।

এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর