বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, "ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।
এখন তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিষয়টি আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন।
আমরা মনে করি, সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে, যারা প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকৃত চিত্র জানতে পারবেন।"
সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত হামলা চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দেশটি এখন বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।"
শফিকুল আলম আরও উল্লেখ করেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে একটি ভুল তথ্য সম্বলিত রিপোর্ট প্রচার করা হয়েছে, যার উদাহরণ হিসেবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের তৈরি একটি রিপোর্ট তুলে ধরেন। ওই রিপোর্টে ধর্মীয় কারণে কয়েকজন হিন্দুর মৃত্যু দাবি করা হয়।
তবে নেত্র নিউজের তদন্তে দেখা যায়, মৃত্যুগুলোর বেশিরভাগই ব্যক্তিগত শত্রুতা বা রাজনৈতিক কারণে ঘটেছে, ধর্মীয় কারণে নয়।
তিনি বলেন, "আমরা চাই, সংখ্যালঘু ধর্মীয় নেতারা এই বিষয়ে সত্য প্রতিবেদন প্রদান করবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা চাই, সত্য প্রকাশিত হোক এবং মিথ্যা তথ্য ছড়ানো বন্ধ হোক।"
এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, "আমরা চাই সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে ধর্মীয় উৎসব পালন করুক।"
এসআর
মন্তব্য করুন: