[email protected] শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
২৭ পৌষ ১৪৩১

বাইডেনের ভুল থেকে শিক্ষা নিতে ট্রাম্পকে আহ্বান হামাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ৭:৫৮ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন।

 গভীর রাতে দেওয়া এক ভাষণে তিনি নিজের বিজয় ঘোষণা করেন। ট্রাম্পের সম্ভাব্য বিজয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, যা বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুলগুলোর প্রতি সমালোচনামূলক মনোভাব প্রকাশ করেছে। হামাস ট্রাম্পকে বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নিতে আহ্বান জানিয়েছে।

বুধবার (৬ নভেম্বর) আল জাজিরা সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামাসের কর্মকর্তারা ট্রাম্পের নির্বাচনে বিজয়ের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি বলেন, "ডোনাল্ড ট্রাম্প অতীতে দাবি করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি গাজা যুদ্ধ কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ করতে পারবেন। এখন এটি বাস্তবে পরিণত হতে চলেছে, এবং সময়ই বলবে তিনি কতটা সক্ষম।"

তিনি আরও বলেন, "আমরা ট্রাম্পকে প্রেসিডেন্ট বাইডেনের ভুলগুলো থেকে শিক্ষা নেবার আহ্বান জানাচ্ছি, যাতে ফিলিস্তিনের জনগণের জন্য একটি ইতিবাচক পরিবর্তন আসতে পারে।"

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, "যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জায়নবাদী রাষ্ট্রের প্রতি অন্ধ সমর্থন বন্ধ হওয়া উচিত, কারণ এর কারণে আমাদের জনগণের ভবিষ্যৎ এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন হচ্ছে।"

এদিকে, নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে বাস্তব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেছিলেন, "আমরা শান্তি এনে দেব, যাতে প্রতি ৫ অথবা ১০ বছর পরপর একই সমস্যার পুনরাবৃত্তি না হয়।"

গত অক্টোবরের শেষের দিকে ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, যদি রিপাবলিকানরা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়, তবে যুক্তরাষ্ট্র আর কোনো বিদেশী যুদ্ধের সঙ্গে জড়াবে না এবং মার্কিন সেনাদের আর বিদেশে পাঠানো হবে না।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর