[email protected] মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ভোট গণনার অপেক্ষায় থাকবেন কমলা হ্যারিস, আজ দেবেন না ভাষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ৪:১২ পিএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ৪:১৯ পিএম

ফাইল  ছবি

ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ভোটের রাতের অনুষ্ঠানে ভাষণ দেবেন না।

গণনা পর্যবেক্ষণ করতে তিনি তাঁর দলের নেতাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে হ্যারিসের প্রচার শিবির থেকে এই ঘোষণা দেওয়া হয়।

তার প্রচার শিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড জানিয়েছেন, 'কমলা হ্যারিস নির্বাচনী রাতে কোনো ভাষণ দেবেন না।' যারা সমাবেশের জন্য দলের কার্যালয়ের সামনে জমায়েত হয়েছেন, তাদের আশা অনুযায়ী, আজ রাতেই ভাইস প্রেসিডেন্টের কোনো ভাষণ শোনা যাবে না। তিনি আরও জানান, 'এখনও অনেক ভোট গণনা করা বাকি রয়েছে এবং কিছু রাজ্যের ফলাফল নিশ্চিত হয়নি। আমরা রাত পর্যন্ত ভোট গণনা চালিয়ে যাব, যাতে নিশ্চিত করা যায় প্রতিটি ভোটের স্বীকৃতি।'

তিনি আরও বলেন, 'আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ পাওয়ার সম্ভাবনা নেই, তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।'

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। সেখান থেকে ধাপে ধাপে অন্যান্য রাজ্যগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের সময়সূচি রাজ্যভেদে বিভিন্ন হয়ে থাকায়, কিছু রাজ্যে ভোট গণনা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।

এ নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, যেগুলোর মধ্যে ২৭০টি ভোট পেলে প্রার্থীরা জয়ী হন। নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ৭টি দোদুল্যমান রাজ্য, যেখানে কোনো নির্দিষ্ট দলের আধিপত্য নেই। এসব রাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা, ও নেভাদা। নির্বাচনী বিশ্লেষকরা এসব রাজ্যের দিকেই নজর রেখেছেন।

এছাড়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ইতোমধ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, ট্রাম্প পেয়েছেন ২৬৭টি ইলেকটোরাল ভোট, আর কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর