যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন, এরপরই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি লিখেছেন, "ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ফিরে আসা যুক্তরাষ্ট্রের জন্য নতুন সূচনা এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য দৃঢ় প্রতিশ্রুতি।" নেতানিয়াহু আরও বলেন, এটি একটি বিশাল বিজয়।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, ট্রাম্পের বিজয় মার্কিন রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় প্রত্যাবর্তন। "বিশ্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয়," বলেন তিনি।
এদিকে, ফক্স নিউজের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিজয় নিশ্চিত।
তাদের বিশ্লেষণে বলা হচ্ছে, ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের বিজয়ের সম্ভাবনা প্রায় নেই। এরপরই ট্রাম্প মঞ্চে উপস্থিত হয়ে সমর্থকদের উদ্দেশ্যে নিজের বিজয়ের ঘোষণা দেন।
বর্তমান ফলাফলে ট্রাম্পের ইলেকটোরাল কলেজ ভোট ২৭৭, যেখানে হ্যারিস পেয়েছেন ২২৬ ভোট। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেলে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া যায়, যা ইতোমধ্যে ট্রাম্প অর্জন করেছেন এবং আরও কিছু রাজ্যে তার জয়ের সম্ভাবনা রয়েছে।
ট্রাম্পের জয়ের খবর ছড়িয়ে পড়তেই তার সমর্থকরা বিভিন্ন রাজ্যে উৎসব শুরু করেছেন। তার প্রচার শিবিরে ফক্স নিউজের ঘোষণার পর সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। এ সময় অনেকে আবেগে আপ্লুত হয়ে ট্রাম্পের নামে স্লোগান দেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন।
অপরদিকে, কমলা হ্যারিসের প্রচার শিবির জানায় যে, তারা এখনো লড়াই চালিয়ে যাবেন। প্রচার শিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড জানান, "ভোট গণনা এখনও চলছে এবং কিছু রাজ্যের ফলাফল নিশ্চিত হয়নি।
আমরা নিশ্চিত করতে চাই, প্রতিটি ভোট গণনা হয় এবং প্রতিটি কণ্ঠস্বর শোনা হয়।"
এসআর
মন্তব্য করুন: