[email protected] রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচন: এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪ ১১:৫২ এএম
আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১১:৫৫ এএম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলমান।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামান্য এগিয়ে আছেন, তবে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছেন।

এপি লাইভ আপডেট অনুযায়ী, কমলা পেয়েছেন ১৯২ ইলেকটোরাল ভোট, আর ট্রাম্পের ঝুলিতে আছে ২৩০ ভোট। বিবিসি অনুসারে, কমলার ইলেকটোরাল ভোট সংখ্যা ১৬৫ এবং ট্রাম্পের ২৩০। সিএনএনের প্রতিবেদনে দেখা যাচ্ছে কমলার ভোট ১৬৫ এবং ট্রাম্পের ২২৭। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, কমলা পেয়েছেন ২০৪ আর ট্রাম্প ২৩০ ভোট। বিভিন্ন উৎসের আপডেট থেকে বোঝা যাচ্ছে, ট্রাম্পের সঙ্গে ব্যবধান ক্রমশ কমিয়ে আনছেন কমলা।

নির্বাচনের ফল এখনও পুরোপুরি নিশ্চিত নয়। হাড্ডাহাড্ডি লড়াই চলছে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ার মতো রাজ্যগুলোতে, যেখানে এগিয়ে আছেন ট্রাম্প।

অন্যদিকে, মিশিগানে কিছুটা এগিয়ে আছেন কমলা। অ্যারিজোনা এবং উইসকনসিনেও কমলা হ্যারিসের অবস্থান শক্তিশালী।

যদিও এসব অঙ্গরাজ্যের বেশিরভাগ ভোট এখনো গণনা বাকি। এপি সূত্রে জানা গেছে, নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্বাচন চলাকালে অনলাইনে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে, তবে নির্বাচনী কর্মকর্তারা এ ধরনের অভিযোগ দ্রুত নাকচ করেছেন।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন যে ‘ব্যাপক জালিয়াতির’ কারণে ফিলাডেলফিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তবে স্থানীয় পুলিশ বিভাগ এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেনি। ডেট্রয়েটেও একই ধরনের দাবি করেছেন ট্রাম্প, যদিও স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, সম্প্রতি জনবল বাড়ানোর মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

সূত্র: বিবিসি, এপি, সিএনএন

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর