মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ২০ জন বাংলাদেশি জেলেসহ ১৫টি বোট আটক করেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে নাফ নদীর মোহনা সংলগ্ন নাইখ্যংদিয়া পয়েন্ট থেকে ২টি ইঞ্জিনচালিত এবং ১৩টি ইঞ্জিনবিহীন কাঠের বোটসহ মোট ১৫টি বোট এবং ২০ জন জেলেকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মির একটি সশস্ত্র দল।
বর্তমানে নৌকাগুলো এবং আটক জেলেদের নাফ নদীর মোহনা সংলগ্ন মিয়ানমারের ফাতুনিয়া (Pa Nyaung) খালের অভ্যন্তরে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জেলেরা নাফ নদীর মিয়ানমার অংশে ভেঙিজাল বসিয়ে মাছ ধরছিলেন। তবে আটককৃত জেলেদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
বিজিবি তাদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ভুক্তভোগীদের পরিবার এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসআর
মন্তব্য করুন: