[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

স্পেনের আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা দেড়শ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ১০:০৭ এএম

ফাইল ছবি

স্পেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ভ্যালেন্সিয়ায় আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে।

টানা ভারী বৃষ্টির জেরে গত বুধবার প্রদেশটির বিভিন্ন অঞ্চলে এই বন্যা দেখা দেয়। 

এটিকে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখনও বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।

ভ্যালেন্সিয়ার প্রাদেশিক সরকারের মতে, জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারীরা ড্রোন ব্যবহার করে জীবিতদের সন্ধান করার চেষ্টা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

উদ্ধারকাজে ১,২০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন এবং তাঁরা ড্রোনের সাহায্যে আটকে পড়া লোকদের খুঁজে বের করার চেষ্টা করছেন।

নিহতদের মধ্যে ভ্যালেন্সিয়ার পাইপোর্টা শহরে ৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বন্যার ফলে শহরটির রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং অনেক গাড়ি ভেসে গেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে বলেছেন, "এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আটকে পড়াদের যত দ্রুত সম্ভব জীবিত উদ্ধার করা।"

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর