ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলের সামরিক হামলার প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও টাইমস অব ইসরাইল এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের সামরিক অবকাঠামোর ওপর ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের কঠোর ও অপ্রত্যাশিত জবাব দেওয়া হবে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইরান এই প্রতিশোধমূলক হামলা চালাবে না। তবে অন্যান্য সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে, ৫ নভেম্বরের নির্বাচনের আগেই হামলা হতে পারে।
গত ১ অক্টোবর ইরান ইসরাইলের দিকে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর প্রতিশোধ হিসেবে ২৬ অক্টোবর ইসরাইল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, যা ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে বলে জানা যায়।
প্রথমে ইরান দাবি করেছিল, তাদের ক্ষতি তেমন হয়নি। তবে পরবর্তীতে চার সেনার মৃত্যুর পর খামেনি নিরাপত্তা বাহিনীকে ইসরাইলের এই হামলার জবাব দিতে বলেন।
এক্সিওসের তথ্যমতে, ইরান সরাসরি নিজ ভূখণ্ড থেকে না হামলা চালিয়ে ইরাক থেকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণের পরিকল্পনা করছে। তাদের ধারণা, ইরাক থেকে আক্রমণ হলে ইসরাইল ইরানে সরাসরি আক্রমণ করবে না।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তারা ইতোমধ্যে ইরানের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, ফলে ইরানের পক্ষে এখন ইসরাইলের হামলা প্রতিহত করা কঠিন।
এসআর
মন্তব্য করুন: