[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, ২ শিশুসহ নিহত ৩

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম

গাজায় গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই ইসরায়েলি বাহিনীর

 প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) উত্তর গাজার বেইত লাহিয়ায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি ড্রোন হামলায় আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় নতুন করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

​শনিবারের ঘটনার মূল হাইলাইটস:
​নিহত কিশোর: উত্তর গাজার বেইত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতালের কাছে সালমান জাকারিয়া (১৪) এবং মোহাম্মদ ইউসুফ (১৫) নামে দুই কিশোর নিহত হয়। তারা শীতের তীব্রতা থেকে বাঁচতে জ্বালানি কাঠ সংগ্রহ করছিল।

​চুক্তি লঙ্ঘন: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে এলাকাগুলো থেকে চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনাদের সরে যাওয়ার কথা ছিল, ড্রোন হামলাটি ঠিক সেখানেই চালানো হয়েছে।


​অন্যান্য হামলা: উত্তর গাজার জাবালিয়া এবং বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিবর্ষণে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে ড্রোন থেকে চালানো গুলিতে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

​গাজার বর্তমান পরিস্থিতি ও পরিসংখ্যান:

​গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী:

​যুদ্ধবিরতির পর প্রাণহানি: ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩১৩ জন আহত হয়েছেন।


​মোট ক্ষয়ক্ষতি: ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৭১,৬০০ ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩০০ এর বেশি।


​শীতকালীন সংকট: যুদ্ধের পাশাপাশি তীব্র শীত ও জ্বালানি সংকটে এ বছর অন্তত ১০ জন শিশু মারা গেছে।

​গাজার আকাশ এখনও ইসরায়েলি নজরদারি ড্রোনের (কোয়াডকপ্টার) নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাধারণ মানুষ তাদের দৈনন্দিন প্রয়োজনে বের হতে গিয়ে বারবার আক্রমণের শিকার হচ্ছে, যা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করছেন মানবাধিকার কর্মীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর