[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

ট্রাম্পের আলটিমেটাম: চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করলে কানাডার পণ্যে ১০০% শুল্কের হুমকি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬ ৮:১৯ এএম

চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার ঘোষণায় কানাডাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, কানাডা যদি চীনের সাথে বাণিজ্য চুক্তি কার্যকর করে, তবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সকল কানাডিয়ান পণ্যের ওপর তাৎক্ষণিক ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

​ট্রাম্পের হুঁশিয়ারি ও মন্তব্য:
​শনিবার (২৪ জানুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সরাসরি আক্রমণ করেন। ট্রাম্প বলেন:

​কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে—এমনটা ভাবলে প্রধানমন্ত্রী কার্নি ভুল করছেন।

​ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের '৫১তম অঙ্গরাজ্য' হিসেবে উল্লেখ করেন এবং মার্ক কার্নিকে 'প্রধানমন্ত্রী' না বলে 'গভর্নর' বলে সম্বোধন করেন।

​কানাডার পাল্টা বক্তব্য:

​ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে কানাডার বাণিজ্যমন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক এক বিবৃতিতে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন:

​তিনি জানান, চীনের সঙ্গে কোনো বড় ধরনের মুক্ত বাণিজ্য চুক্তির পরিকল্পনা এই মুহূর্তে তাদের নেই।

​গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা মূলত 'শুল্ক সংক্রান্ত কিছু জটিলতা' নিরসনের জন্য।

​কানাডার নতুন সরকার দেশের অর্থনীতি শক্তিশালী করতে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিচ্ছে।

​২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প কানাডার ওপর চাপ সৃষ্টি করে আসছেন। বিশেষ করে মেক্সিকো ও কানাডা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং বাণিজ্যিক ভারসাম্য নিয়ে তিনি আগে থেকেই আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন।

এই ধরনের শুল্ক যুদ্ধ শুরু হলে উত্তর আমেরিকার সাপ্লাই চেইন এবং নিত্যপণ্যের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর