[email protected] সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
১৩ মাঘ ১৪৩২

সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৭:২০ পিএম

ফাইল ছবি

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

তার মতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াত অতীতেও জয়ী হতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব। তিনি বলেন, নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি হয়, তাহলেই কেবল তারা সামনে আসতে পারে। নচেৎ ক্ষমতায় যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়।


শ্রিংলার দাবি, স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে জামায়াতের ভোটপ্রাপ্তির হার কখনোই উল্লেখযোগ্য ছিল না। সাধারণত তাদের ভোট পাঁচ থেকে সাত শতাংশের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, দলটির পর্যাপ্ত জনসমর্থন নেই।


এ সময় তিনি আরও বলেন, ভারত বরাবরই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে।

তবে বর্তমান পরিস্থিতিতে সে রকম পরিবেশ তিনি লক্ষ্য করছেন না বলে মন্তব্য করেন।

নির্বাচন আদৌ হবে কি না, কিংবা হলে কোন পরিস্থিতিতে হবে—তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগের কথা উল্লেখ করেন।
বাংলাদেশের ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ না করা প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তার সেখানে অনেক ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে।

তাদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানতে পেরেছেন, এই সিদ্ধান্তকে অনেকেই ভুল হিসেবে দেখছেন। তিনি বলেন, “বর্তমান সরকার একটি অন্তর্বর্তী সরকার।

তারা নির্বাচনের মাধ্যমে আসেনি।

অথচ তারা দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিচ্ছে, যা সমীচীন নয়। বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এ নিয়ে ভারতের কিছু বলার নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর