[email protected] শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
১০ মাঘ ১৪৩২

বললেন ডোনাল্ড ট্রাম্প

আফগানিস্তানে ন্যাটোর সেনারা যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরে ছিল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ৯:৪৬ পিএম

ন্যাটো জোটের সামরিক সহায়তা এবং সদস্য দেশগুলোর কার্যকারিতা নিয়ে আবারও সন্দেহ

 প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কখনো বিপদে পড়লে ন্যাটোভুক্ত দেশগুলো সেনা সহায়তা দেবে কি না, তা নিয়ে তার যথেষ্ট সংশয় রয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন।

​ট্রাম্পের মূল বক্তব্য
​ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন:

​যুক্তরাষ্ট্র কখনো ন্যাটোর কাছে সরাসরি সহায়তা চায়নি।
​অতীতে আফগানিস্তানে ন্যাটো দেশগুলো সেনা পাঠালেও তারা সম্মুখ সমরে (Frontline) না থেকে কিছুটা নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল।

​ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের প্রয়োজনে এই জোট পাশে থাকবে কি না, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

​যুক্তরাজ্যের প্রতিক্রিয়া ও ঐতিহাসিক প্রেক্ষাপট
​ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের দপ্তর থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য যে:
​আর্টিকেল-৫ এর ব্যবহার: ২০০১ সালে যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ারে হামলার পর ন্যাটোর 'আর্টিকেল-৫' সক্রিয় করা হয়েছিল। এর আওতায় ন্যাটোভুক্ত দেশগুলো আফগানিস্তান অভিযানে সরাসরি অংশগ্রহণ করে।

​প্রাণের বিসর্জন: আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, কানাডা ও ডেনমার্কের মতো দেশগুলো সরাসরি যুদ্ধে অংশ নেয়। এই দীর্ঘ লড়াইয়ে যুক্তরাজ্যের প্রায় ৪৫০ জন সেনা প্রাণ হারিয়েছেন।

​বর্তমান পরিস্থিতি
​ট্রাম্পের এমন সমালোচনামূলক অবস্থান ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে অস্বস্তি সৃষ্টি করেছে। বিশেষ করে ইউরোপীয় মিত্ররা মনে করছে, এই ধরনের মন্তব্য দীর্ঘদিনের সামরিক ঐক্যে ফাটল ধরাতে পারে।

ট্রাম্পের দাবি—মিত্ররা যুদ্ধে পেছনের সারিতে থাকে; অন্যদিকে মিত্রদের পাল্টা যুক্তি—তারা রক্ত দিয়ে বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর