[email protected] সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫ পৌষ ১৪৩১

শেষ মুহূর্তের জরিপে এগিয়ে ট্রাম্প, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪ ১১:০৯ পিএম

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিনক্ষণের খুব কাছে এসে উত্তেজনা তুঙ্গে।

 দীর্ঘদিনের প্রচারণায় বেশিরভাগ জরিপে এগিয়ে ছিলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।

তবে সাম্প্রতিক জরিপে পরিস্থিতি পাল্টেছে। শেষ মুহূর্তের জরিপগুলোতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাচ্ছেন, বিশেষত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য অ্যারিজোনায়ও দেখা যাচ্ছে তার জনপ্রিয়তার উত্থান।

এই নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। এ কারণে ভোটারদের আকৃষ্ট করতে এসব রাজ্যে জোর প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প ও কমলা।

ফ্রাঙ্কলিন, মার্শাল, এবং মেরিস্ট কলেজের জরিপগুলোতে ট্রাম্প সামান্য এগিয়ে আছেন। মেরিস্ট কলেজের জরিপ অনুযায়ী, অ্যারিজোনায় ট্রাম্প এক পয়েন্ট এবং নর্থ ক্যারোলিনায় দুই পয়েন্টে এগিয়ে আছেন। জর্জিয়ায় দুজনের সমর্থন সমান, অর্থাৎ ৪৯ শতাংশ।

ফ্রাঙ্কলিন ও মার্শালের জরিপে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ৫০ শতাংশ এবং কমলার ৪৯ শতাংশ সমর্থন রয়েছে। এছাড়াও, ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে ট্রাম্প জাতীয় পর্যায়ে ৪৭ শতাংশ সমর্থন পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে কমলার সমর্থন ৪৫ শতাংশ।

আগস্টে একই সংস্থার করা আরেক জরিপে কমলা ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে সাম্প্রতিক পরিবর্তনের কারণে দুজনই দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার ট্রাম্প অ্যারিজোনা ও নেভাদায় একাধিক জনসভা করেছেন, আর কমলা বারাক ওবামাকে সঙ্গে নিয়ে জর্জিয়ার আটলান্টায় ভোটারদের কাছে টানতে মিটিং করেন।

এবারের নির্বাচনে ট্রাম্পকে জেতাতে অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন টেসলার সিইও ইলন মাস্ক।

অক্টোবরে প্রথম ১৫ দিনে তিনি আমেরিকা পিএসি নামক পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে ৪৪ মিলিয়ন ডলার দান করেছেন।

মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই তহবিল থেকে তুমুল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এমন অঙ্গরাজ্যগুলোতে ট্রাম্পের পক্ষে প্রচারণায় ব্যয় করা হয়েছে প্রায় ৪৭ মিলিয়ন ডলার।

জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে মাস্কের মোট দান ছিল ৭৫ মিলিয়ন ডলার, যা এবারকার নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দেশব্যাপী টানটান উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে অনেক রাজ্যে আগাম ভোট শুরু হয়েছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন মার্কিন ভোটাররা, যা ডাকযোগে বা ভোটকেন্দ্রে গিয়ে প্রদান করা সম্ভব। বর্তমানে তিন কোটিরও বেশি মানুষ ইতিমধ্যেই আগাম ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে কোন প্রার্থীর জয় হবে এবং বৈশ্বিকভাবে কী প্রভাব ফেলবে, তা দেখার জন্য গোটা বিশ্ব অধীর অপেক্ষায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর