[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১:৩৪ পিএম

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছেন।

একই ঘটনায় আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে

রোববার (১১ জানুয়ারি) ভোরের দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নসংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির সময় সীমান্ত পেরিয়ে আসা গুলি বাংলাদেশ অংশে এসে লাগে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিহত কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।


ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল তৎপরতা বাড়ানো হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর