[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া, বিদ্যুৎহীন প্রায় ৩৮ হাজার স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে ভয়ংকর দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শতাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং এখনো প্রায় ৩৮ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রাজ্যজুড়ে ১০টির বেশি বড় আগুন এখনো সক্রিয় থাকায় পরিস্থিতি উদ্বেগজনক।
শনিবার (১০ জানুয়ারি) ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দাবানল নিয়ন্ত্রণে আনতে হাজার হাজার দমকলকর্মী একযোগে কাজ করছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগুনের সূত্রপাত ঘটে। এখন পর্যন্ত প্রায় তিন লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে। এ দাবানলে ঘরবাড়িসহ অন্তত ১৩০টিরও বেশি স্থাপনা ধ্বংস হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় ভিক্টোরিয়ার বিভিন্ন এলাকায় দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ২০১৯–২০২০ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর এটি রাজ্যটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। সে সময় দেশটির ইতিহাসে অন্যতম ভয়ংকর দাবানলে বিশাল এলাকা পুড়ে যায় এবং প্রাণ হারান অন্তত ৩৩ জন।
শনিবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ক্যানবেরা থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, অস্ট্রেলিয়া বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অগ্নিপরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। তিনি জানান, রাজ্যের বড় একটি অংশকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
রয়টার্স জানায়, আগুনের ঝুঁকিতে থাকা অনেক এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় উদ্যান, পার্ক ও ক্যাম্পগ্রাউন্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার ভিক্টোরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাপপ্রবাহ ও চরম অগ্নিঝুঁকির সতর্কতা জারি রয়েছে। একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে পার্শ্ববর্তী নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য ও অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতেও।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর