[email protected] রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
২৮ পৌষ ১৪৩২

বাংলাদেশের সঙ্গে আমি গভীরভাবে পরিচিত : নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬ ১২:১৭ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে দায়িত্ব নিতে যাচ্ছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

অতীতে ঢাকায় কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেছেন, যে দেশের সঙ্গে তিনি ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে আবার ফিরে আসতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। শপথ গ্রহণের পর ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে তাকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের দায়িত্ব গ্রহণে দূতাবাস আনন্দ প্রকাশ করছে।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে কর্মরত আমেরিকান ও স্থানীয় কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দক্ষ ও শক্তিশালী দলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান।

পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে তিনি উদ্দীপ্ত।


আগামী ১২ জানুয়ারি নবনিযুক্ত এই রাষ্ট্রদূতের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।


মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এর আগে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর