[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ইরানের বিক্ষুব্ধ জনতাকে নির্দেশনা দিলেন নির্বাসিত ক্রাউন প্রিন্স পাহলভি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ১:৫৪ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে নির্বাসিত

ক্রাউন প্রিন্স রেজা পাহলভি দেশটির জনগণকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বিশেষ করে তেহরানের বিভিন্ন বাজারকেন্দ্রিক যে প্রতিবাদ কর্মসূচি হয়েছে, তা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। কঠোর দমন-পীড়নের মধ্যেও সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার যোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
রেজা পাহলভির মতে, ইতিহাস প্রমাণ করে— যখন জনগণ সংগঠিত ও ধারাবাহিক আন্দোলনে নামে, তখন যে কোনো শক্তিশালী সরকারও একসময় টিকে থাকতে পারে না। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, লক্ষ্য অর্জনের জন্য কর্মসূচিকে সুশৃঙ্খল ও পরিকল্পিত রাখা জরুরি।
তিনি নির্দিষ্ট সময় উল্লেখ করে জনগণকে একযোগে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এর পরবর্তী ধাপে তিনি আরও নির্দেশনা দেবেন।
একই ভিডিওবার্তায় ইরানের সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে রেজা পাহলভি বলেন, তারা জনগণকে রক্ষা করার শপথ নিয়েছেন। এই ঐতিহাসিক সময়ে তারা অপরাধী শাসকগোষ্ঠীর পক্ষে থাকবেন, নাকি জনগণের পাশে দাঁড়াবেন— সে সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তিনি সেনাসদস্যদের জনগণের দিকে অস্ত্র না তাকানোর আহ্বান জানান এবং বলেন, এতে তারা নিজেদের ও পরিবারের ভবিষ্যৎও সুরক্ষিত রাখতে পারবেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রাজতন্ত্রের অবসান ঘটে। শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশত্যাগের পর নির্বাসনে মৃত্যুবরণ করেন। তার জ্যেষ্ঠ সন্তান রেজা পাহলভি তখন থেকেই বিদেশে অবস্থান করছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন শহরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মুদ্রার অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে। এই অসন্তোষই ধীরে ধীরে দেশব্যাপী আন্দোলনে রূপ নিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর