[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

বিবিসি ফার্সির সম্পাদকের মত

ইরান এখন দুর্বল, বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুমকিতে হয়ে গেছে নড়েবড়ে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ৬:৪৪ এএম

বিক্ষোভ, অর্থনৈতিক সংকট ও মার্কিন হুমকিতে চাপে ইরান


ইরানে বিক্ষোভ নতুন কিছু নয়, তবে বর্তমান আন্দোলন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উদ্বেগজনক বলে মনে করছেন বিবিসি ফার্সি বিভাগের সম্পাদক আমির আজিমি। তার মতে, এই বিক্ষোভ শুধু সংখ্যায় নয়, রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
বিক্ষোভ শুরু হওয়ার পরপরই ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর দমননীতি গ্রহণ করেছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন—বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।
৮ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বারের মতো একই ধরনের হুমকি দেন এবং বলেন, ইরান সরকার সহিংসতা বাড়ালে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাবে।
বিশ্লেষকদের মতে, ইরানের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটই এই অস্থিরতার মূল কারণ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে আরও দুর্বল করেছে। আমির আজিমির ভাষ্য অনুযায়ী, অনেক ইরানি নাগরিক মনে করেন—এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে ক্ষমতাসীন গোষ্ঠীর কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ ব্যবসা, তেল বাণিজ্য ও অর্থ পাচারের মাধ্যমে লাভবান হচ্ছে।
তিনি আরও বলেন, গত বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত বর্তমান পরিস্থিতির একটি বড় মোড় ঘোরানো ঘটনা। ওই সংঘাতে যুক্তরাষ্ট্রও সরাসরি জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা দেশটির নিরাপত্তা নিয়ে সরকারের দীর্ঘদিনের বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেছে।
দীর্ঘ সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠরা বলে আসছিলেন—আঞ্চলিক মিত্র ও পারমাণবিক কর্মসূচিতে বিপুল বিনিয়োগই দেশের নিরাপত্তা নিশ্চিত করছে। তবে সাম্প্রতিক যুদ্ধ ও চলমান সংকটের পর সাধারণ মানুষের কাছে এই যুক্তি আর তেমন গ্রহণযোগ্য মনে হচ্ছে না।
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরান সরকারের সেই পুরোনো নিরাপত্তা ব্যাখ্যাও দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর