[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ইরানে কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলল বিক্ষোভকারীরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ৬:৩৮ এএম

ইরানের ফার্স প্রদেশে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে

সাবেক কুদস ফোর্স প্রধান কাসেম সোলাইমানির একটি ভাস্কর্য ভেঙে ফেলেছেন আন্দোলনকারীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, টানা ১১ দিনের আন্দোলনের সময় বিক্ষোভকারীরা ভাস্কর্যটি ধ্বংস করছেন।
উল্লেখ্য, কাসেম সোলাইমানি ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন। তার মৃত্যুর পর ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই সময় একটি দুঃখজনক ঘটনায় ইরানি বিপ্লবী গার্ড ভুলবশত একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করলে সব আরোহীর মৃত্যু হয়।
সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বিক্ষোভ আরও জোরালো আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সীমিত করে দেয়। তবুও রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। ইস্ফাহানে আন্দোলনের সময় রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর