[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ইরানে ইন্টারনেট বিচ্ছিন্নের পর বন্ধের পথে মোবাইল ফোন সেবা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ৬:৩২ এএম

ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার পর এখন দেশটির বিভিন্ন

এলাকায় মোবাইল ফোন সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনেক অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক একেবারেই পাওয়া যাচ্ছে না।
বিভিন্ন সূত্র জানিয়েছে, ইন্টারনেট বন্ধ করার পরপরই মোবাইল যোগাযোগ ব্যবস্থায় সমস্যা শুরু হয়। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
গত ২৮ ডিসেম্বর দেশটিতে বিক্ষোভের সূত্রপাত হয়। প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নামেন। পরবর্তীতে এই আন্দোলনে সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ যুক্ত হন। টানা প্রায় ১২ দিন ধরে চলা এই বিক্ষোভে বৃহস্পতিবার রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাজপথে নেমে আসে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশটির শাসনব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। চলমান এই বিক্ষোভ সেই সংকটকে আরও গভীর করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা চালায়, তবে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এবং কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর