[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ভারতীয়দের টুরিস্ট ভিসা সীমিত করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৬ ২:০৭ এএম

সংগৃহীত ছবি

ভারতীয় নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন করে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ।

ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন করে সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ।

কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনগুলো থেকে এখন পর্যটক ভিসা দেওয়া হচ্ছে সীমিত আকারে। এর আগে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা ও আসামের গোহাটিতে থাকা ডেপুটি হাইকমিশন থেকেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করা হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) রাতে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় এবং বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে তা কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসা ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরির ভিসা আপাতত ইস্যু করা হচ্ছে না।


কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে।

এ সময় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে বিক্ষোভও হয়। এসব ঘটনার পর ভারত কয়েক দিনের জন্য বাংলাদেশে ভিসা কার্যক্রম স্থগিত রাখে।


পরবর্তীতে ভিসা সেন্টারগুলো পুনরায় চালু করা হলেও ভারত সরকার মেডিকেল ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা প্রদান বন্ধ রাখে। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর