যুক্তরাষ্ট্রের নীতিতে বৈশ্বিক শৃঙ্খলা বিপর্যস্ত হচ্ছে: জার্মান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলের
করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে বৈশ্বিক ব্যবস্থা ভেঙে পড়ে এমন এক অবস্থার সৃষ্টি হতে পারে, যেখানে শক্তিশালীরাই সবকিছু দখলে নেবে এবং নৈতিকতার কোনো স্থান থাকবে না।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্টেইনমায়ার বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে এমনভাবে রক্ষা করতে হবে যাতে তা ‘ডাকাতদের আশ্রয়স্থল’ হয়ে না ওঠে—যেখানে নৈতিকতা উপেক্ষা করে অঞ্চল বা পুরো দেশ দখল করে নেওয়া হয়।
সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। জার্মান প্রেসিডেন্টের মতে, বর্তমানে বিশ্বজুড়ে গণতন্ত্র সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং অতীতে কখনও এত ব্যাপকভাবে গণতান্ত্রিক মূল্যবোধ আক্রান্ত হয়নি।
যদিও জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক, তবে স্টেইনমায়ারের বক্তব্য দেশটিতে বিশেষ গুরুত্ব বহন করে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতা এবং স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ তার বক্তব্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আচরণও বৈশ্বিক ব্যবস্থায় এক ধরনের ঐতিহাসিক বিচ্ছেদের ইঙ্গিত দিচ্ছে।
একটি সিম্পোজিয়ামে দেওয়া বক্তব্যে স্টেইনমায়ার বলেন, যে যুক্তরাষ্ট্র একসময় এই আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই দেশটির মধ্যেই এখন মূল্যবোধের ভাঙন স্পষ্ট হয়ে উঠছে—যা বিশ্ব রাজনীতির জন্য উদ্বেগজনক।
তিনি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে নীরব থাকা চলবে না। বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ জন্য ব্রাজিল ও ভারতের মতো উদীয়মান শক্তিগুলোকে আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে দাঁড় করানো জরুরি বলে মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: