যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মতি দিয়েছেন এমন একটি
বিলের প্রস্তাবের জন্য, যা ভারত, চীন এবং ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রদান করে। এই বিলটি মূলত তাদের জন্য যারা রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনছে, যা রাশিয়ার যুদ্ধযন্ত্রকে অর্থায়নে সাহায্য করছে বলে মার্কিন সংসদ মনে করছে।
বর্তমানে ভারত ও ব্রাজিলের ওপর ৫০% এবং চীনের ওপর ৩০% শুল্ক রয়েছে। তবে এই নতুন বিল পাস হলে, মার্কিন প্রেসিডেন্ট second-level sanctions হিসেবে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।
বিলটির প্রধান উদ্যোক্তা দুই সিনেটর: লিন্ডসে গ্রাহাম (রিপাবলিকান) এবং রিচার্ড ব্লুমেন্থাল (ডেমোক্র্যাট)। তারা উল্লেখ করেছেন, যেসব দেশ নিয়মিত রাশিয়ার গুরুত্বপূর্ণ পণ্য কিনছে তাদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বিলটি এখন প্রথমে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোটের জন্য যাবে, তারপর সিনেটে পাস হলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হবে। গ্রাহামের দাবি, এটি রাশিয়ার অর্থনৈতিক সক্ষমতা কমাতে এবং ইউক্রেনের শান্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এসআর
মন্তব্য করুন: