রাজধানী মস্কোর উপকণ্ঠে সেইন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায়
আয়োজিত এক মতবিনিময় সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যেসব শিশুদের বাবা-মা ও স্বজন বর্তমানে যুদ্ধে অংশ নিচ্ছেন, তাদের এ নিয়ে গর্ববোধ করা উচিত। তার ভাষায়, রুশ জনগণ বরাবরই নিজেদের যোদ্ধাদের সম্মান ও গর্বের চোখে দেখে।
পুতিন বলেন, ঈশ্বরকে আমরা অনেক সময় ‘ত্রাণকর্তা’ হিসেবে অভিহিত করি, কারণ তিনি মানুষকে রক্ষা করেন। একইভাবে রুশ সেনারাও ঈশ্বরের নির্দেশনায় দেশের জনগণ ও মাতৃভূমি সুরক্ষার দায়িত্ব পালন করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান কোনো সাধারণ লক্ষ্য নয়, বরং এটি একটি পবিত্র উদ্দেশ্যের দিকে পরিচালিত। পুতিনের মতে, এই লক্ষ্য ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন এবং রুশ যোদ্ধারা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
উল্লেখ্য, ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া নিয়ে প্রতিশ্রুতি রক্ষা না করা এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদে যোগদানের আগ্রহকে কেন্দ্র করে মস্কো ও কিয়েভের মধ্যে কয়েক বছর ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা এখনো অব্যাহত রয়েছে।
এদিকে ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে আসছেন। তবে তার সেই প্রচেষ্টার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে নতুন করে আর্থিক ও সামরিক সহায়তা আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
এসআর
মন্তব্য করুন: