যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তার ওপর সন্তুষ্ট নন। এর কারণ হিসেবে তিনি ভারতের ওপর আরোপিত ৫০ শতাংশ আমদানি শুল্কের কথা উল্লেখ করেন। একই সঙ্গে মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এবং একটি পুরোনো সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন ট্রাম্প।
ওয়াশিংটনে রিপাবলিকান দলের আইনপ্রণেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, একসময় মোদি নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তার ভাষায়, মোদি এসে বলেছিলেন— তিনি কি তার সঙ্গে দেখা করতে পারেন, আর তিনি এতে সম্মতি দেন।
ট্রাম্প অবশ্য নির্দিষ্ট করে বলেননি, সেই সাক্ষাৎ কবে বা কোথায় হয়েছিল। তবে তিনি জানান, এটি সাম্প্রতিক সময়েরই একটি ঘটনা। প্রসঙ্গক্রমে তিনি ভারতের অ্যাপাচি হেলিকপ্টার কেনার বিষয়টি উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কিনলেও দীর্ঘ পাঁচ বছর ধরে সেগুলোর সরবরাহ আটকে ছিল। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সেই জট খুলে যায় এবং হেলিকপ্টার পাঠানোর ব্যবস্থা করা হয়।
ট্রাম্প বলেন, মোদি একজন ভালো মানুষ এবং তাদের সম্পর্কও ইতিবাচক। তবে বর্তমানে শুল্ক বৃদ্ধির কারণে মোদি তার ওপর খুশি নন। তিনি আরও দাবি করেন, তার আপত্তির পর ভারত রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।
প্রসঙ্গত, আগে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ ছিল। চলতি বছরের এপ্রিলে ট্রাম্প সেই হার বাড়িয়ে ২৫ শতাংশ করেন। পরে আগস্টে তা আরও বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৫০ শতাংশে।
এই শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখনো শুল্ক কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি।
ট্রাম্পের মতে, তার শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের আর্থিক সুবিধা পেয়েছে। তিনি দাবি করেন, নতুন শুল্ক ব্যবস্থার ফলে যুক্তরাষ্ট্রের কোষাগারে প্রায় ৬৫ বিলিয়ন ডলার যুক্ত হয়েছে।
এসআর
মন্তব্য করুন: