[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৬ ১২:১৩ পিএম

ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার গভীর রাতে স্থানীয় সময় এই কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
অন্যদিকে, ফিলিপাইনের ভূতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠান ফিভোল্কস জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৩ কিলোমিটার নিচে। একই সঙ্গে তারা ভূমিকম্প পরবর্তী আফটার শকের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো জানান, কম্পন খুব বেশি শক্তিশালী না হলেও আতঙ্কের কারণে অনেক মানুষ গভীর রাতে ঘুম ভেঙে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ইউএসজিএস ও ফিভোল্কস—দুই সংস্থাই জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টির কোনো আশঙ্কা নেই।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলের অন্তর্ভুক্ত। এ কারণেই দেশটিতে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প প্রায় নিয়মিতই ঘটে থাকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর